অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। ফ্রান্সের হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন কিলিয়ান এমবাপ্পে। কেবল হ্যাটট্রিক নয়, একাই ৪ গোল করেছেন তিনি।
পিএসজি তারকার দুর্দান্ত নৈপুণ্যে কাজাখাস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করল ফরাসিরা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেস, পিএসজির এই মাঠের সব যে চেনা এমবাপ্পের! তার সুবিধাটুকুও পুরোপুরি নিলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক এমবাপ্পের। ফরাসি তারকা নিজের ও দলের শেষ গোলটি করেন ৮৭তম মিনিটে।
এমবাপ্পের হ্যাটট্রিকটি ১৯৮৫ সালের পরে প্রথম কোনো ফরাসির প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক হ্যাটট্রিক। ৩৬ বছর আগে ডমিনিক রোচেতেউ ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক পেয়েছিলেন।
ফ্রান্সের হয়ে বাকি গোল চার গোলের দুটি করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেন আদ্রিয়েন র্যাবিয়ট ও আঁতোয়া গ্রিজম্যান। পেনাল্টি থেকে গোলটি করেন ‘গ্রিজি’।
‘ই’ গ্রুপ থেকে ১৯ পয়েন্ট নিয় বিশ্বকাপ নিশ্চিত করেছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
একই গ্রুপে আরেক দল ওয়েলস ৫-১ গোলে হারিয়েছে বেলারুশকে। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এই ম্যাচ দিয়ে ওয়েলসের হয়ে ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন গ্যারেথ বেল।