অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। সাউদ্যাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জয়ের পাঁচ মাস পর, আরেকটি শিরোপা জয়ের সামনে নিউজিল্যান্ড।
রবিবার সন্ধ্যায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কিউইরা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়েকে পাচ্ছে না ব্ল্যাক-ক্যাপরা।
তার পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন টিম সেইফার্ট। বিষয়টি নিশ্চিত করেছেন কিউইদের কোচ গ্যারি স্টিড।
এছাড়া ব্ল্যাক-ক্যাপরা নিজেদের অফিশিয়াল টুইটার পেজে গ্লাভস হাতে সেইফার্টের অনুশীলনের এক ভিডিও পোস্ট করেছে শনিবার। তার ক্যাপশনে লেখা, ‘উইকেটরক্ষকরা দুবাইয়ে শুক্রবার রাতে এক সঙ্গে কাজ করছে। ’
হাতে চোট পাওয়ায় ফাইনাল খেলা হচ্ছে না কনওয়ের। তার চোট পাওয়াটা অবশ্য বেশ অদ্ভুত। গত বুধবার আবুধাবিতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় নিউজিল্যান্ড। সেই ম্যাচে ব্ল্যাক-ক্যাপদের জয়ের পথে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যাওয়ার কারণে হতাশায় নিজের ব্যাটে আঘাত করে বসেন কনওয়ে। এটাই বিপদ ডেকে আনল তার। হাত ভেঙে ফেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
ইংলিশদের বিপক্ষে ম্যাচের পর এক্স-রে করান কনওয়ে। রিপোর্টে দেখা যায়, ডানহাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে তার। যার ফলে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে এই তারকাকে।
সেইফার্টের জন্য ফাইনালের মঞ্চ অবশ্য নতুন নয়। গত বছর সিপিএল ফাইনালে শিরোপাজয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স ইলেভেনের হয়ে খেলেছেন তিনি। এছাড়া চলতি বছর আইপিএল ফাইনালে রানার-আপ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে ছিলেন ২৬ বছর বয়সী এই তারকা।