অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
অজি নাকি কিউই— কাদের হাতে উঠবে বিশ্বকাপ? এমন প্রশ্ন এখন সবদিকে। ফাইনালের আগে শনিবার অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানালেন, ‘পরিষ্কার পরিকল্পনা’ নিয়ে ফাইনালে উঠেছে তার দল এবং শিরোপা লড়াইয়ে নিউজিল্যান্ডকে পাওয়ায় আশ্চর্য হয়নি তারা।
সুপার টুয়েলভ থেকে ইংল্যান্ডের পেছনে থেকে রানার-আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। তবে ফাইনালের টিকিট কাটার পথে পাকিস্তানকে বিদায় করে দেয় তারা। অথচ সবাই ভেবেছিল, অজিদের অভিযান শেষ।
কিন্তু তা ভুল প্রমাণ করে অস্ট্রেলিয়া। রিপোর্টারদের সামনে সেই কথায় ঝরল ফিঞ্চের কণ্ঠে, ‘সবাই ভেবেছিল আমাদের বিদায়। তবে আমাদের খুব আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয়, পরিষ্কার পরিকল্পনা নিয়ে টুর্নামেন্ট জিততে আমরা এখানে এসেছি। ’
ফাইনালে নিউজিল্যান্ডকে পাওয়ার ব্যাপারে ফিঞ্চ বলেন, ‘না, এটা অপ্রত্যাশিত নয়। নিউজিল্যান্ড আইসিসির প্রত্যেকটি ফাইনালে উঠেছে এখন। ’
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল কিউইরা। সেবার তারা রানার-আপ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড।
এর আগে, ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে কিউইদের হৃদয় ভেঙেছিল অস্ট্রেলিয়া। আজ কি তার প্রতিশোধ নিতে পারবে ব্ল্যাক-ক্যাপরা?