Corona: করোনায় ৫১ লাখের বেশি প্রাণহানি


অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। গত দুই সপ্তাহে সারা বিশ্বে আরও এক লাখের বেশি মানুষ মারা গেছে করোনায়। সব মিলিয়ে মহামারিতে মৃত্যু সাড়ে ৫১ কোটি ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে। গত দেড় বছরের বেশি সময়ে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন ও সর্বশেষ গণ টিকাদান সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে।

বিশেষ করে ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে নতুন সংস্করণ ডেল্টা প্লাস। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ জানায়, এ পর্যন্ত বিশ্বে মারা গেছে ৫১ লাখ ৪ হাজার ৯১ জন। মোট শনাক্ত হয়েছে ২৫ কোটি ৩২ লাখ ৪ হাজার ৪৯ রোগী। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৮৯লাখ ৯৩ হাজার ৭৭৬ জন। আক্রান্তের তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মৃত্যুতেও দেশটি এক নম্বরে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৮১০ জন।

মারা গেছে ৭ লাখ ৮২ হাজার ৯৩৩ জন। ৩ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৬০৯ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৩ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ১০ হাজার ৯৩৫ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়। যুক্তরাজ্যে ৯৪ লাখ ৮৭ হাজার ৩০২ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৬৭৮ জন।

তালিকার পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় ৮৯ লাখ ৯২ হাজার ৫৯৫ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ২ লাখ ৫২ হাজার ৯২৬ জন।ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৩০। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছে। এ নিয়ে মোট মারা গেছে ২৭ হাজার ৯১২ জন। একই সময়ে করোনা আক্রান্ত ২২১ জন শনাক্ত হয়েছে। মোট১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?