Supreme Court: ত্রিপুরায় পুর নির্বাচন যাতে অবাধ ও ভয়মুক্ত পরিবেশে হয়, তা সুনিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে বলল সুপ্রিম কোর্ট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তার নির্দেশে ত্রিপুরায় পুর নির্বাচন যাতে অবাধ ও ভয়মুক্ত পরিবেশে হয়, তা সুনিশ্চিত করার জন্য রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দেয়৷ নির্দেশ কতটা পালন করা হয়েছে তাও হলফনামায় সুপ্রিম কোর্টকে জানানোর জন্য বলা হয়েছে এই নির্দেশে৷

সম্প্রতি ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস সংঘটিত হবার অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস ও সাংসদ সুস্মিতা দেব৷ অভিযোগে বলা হয় আগরতলা পুর নিগম, ১৩টি পুর পরিষদ এবং ৬টি নগর পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে৷

সেই নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলি অবাধ ও শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার বলে মানুষের সঙ্গে যোগাযোগ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে৷ অভিযোগকারীদের পক্ষে বরিষ্ঠ আইনজীবী গোপাল শংকর নারায়নণ বলেন যে, গত ২রা আগস্ট থেকে ত্রিপুরায় নির্বাচনী প্রচার করতে গিয়ে আবেদনকারীরা বার বার আক্রমণের শিকার হচ্ছে৷ সেখানে উল্লেখ করা হয় ২২ অক্টোবরের কথা৷

আমতলি এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে রীতিমতো শারীরিকভাবে হেনস্থার শিকার হন সাংসদ সুস্মিতা দেব সহ তৃণমূলের কর্মীসমর্থকরা৷ এই মর্মে আমতলি থানায় ওই সময় ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৪২৭, ৩৪৫ এবং ৩৭৯ ধারায় মামলা নথিভুক্ত করা হয়৷ কিন্তু এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই৷ এরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের শিকার হওয়ার পরে থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷

পুলিশের ঊধর্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি নেওয়ার পরও অবস্থা তথৈবচ৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আবেদনকারীরা৷ আজ শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে মামলার শুনানি শেষে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে শীর্ষ আদালত৷

সেখানে সুপ্রিম কোর্ট বলে সমস্ত রাজনৈতিক দলেরই প্রচার করার সাংবিধানিক অধিকার রয়েছে৷ আবেদনকারী সুস্মিতা দেব সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রচারকদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে৷

পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহানির্দেশককে বলা হয়েছে আদালতের প্রদেয় রায় যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা তা যেন বর্ণনা করে হলফনামা জমা করা হয়৷ এক কথায় নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করার জন্য এদিন নির্দেশ দেয় শীর্ষ আদালত৷

আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ সুস্মিতা দেব বলেন, ‘সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি, ত্রিপুরা পুলিশ কোনো এফআইআর-এ পদক্ষেপ নিচ্ছে না৷ আর কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর জমা পড়লেই ওরা ওয়ারেন্ট জারি করছে৷

ওরা আমাদের চাপ সৃষ্টি করছে যাতে আমরা ভয়ে প্রচার বন্ধ করি৷ সুপ্রিম কোর্টের এই রায়ের পর আমরা এবার রাস্তা খুঁজে পেলাম৷ একই সঙ্গে ত্রিপুরায় অগণতান্ত্রিক বাতাবরণ সৃষ্টি করার জন্য জাতীয় আসরে ফের রাজ্যকে লজ্জায় ফেললেন বিপ্লব দেব ও তাঁর সরকার৷’

এই রায়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ত্রিপুরার সন্ত্রাস মান্যতা পেলো সুপ্রিম কোর্টে৷ তৃণমূল কংগ্রেসের মামলায় পুলিশকে নির্দেশ দিলো অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সুনিশ্চিত করতে৷ তৃণমূল এই রায়কে স্বাগত জানাচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?