স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। খেলাধূলার মাধ্যমে পারস্পরিক মৈত্রী ও সৌভাতৃত্ববোধ সুদৃঢ় হয়। যুবশক্তি যে কোন ইতিবাচক কাজে ঝাঁপিয়ে পড়ার রসদ পায়। তাই খেলাধূলার পরিকাঠামো উন্নত করার দিকে নজর দেওয়া হয়েছে।
আজ খোয়াই মহকুমার বিভিন্ন ক্রীড়া কাঠামো পরিদর্শনকালে যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
তিনি আজ বিকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিন্থেটিক ফুটবল মাঠ তৈরীর কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে এ বিষয়ে খোঁজ খবর নেন। তিনি গুণগতমান বজায় রেখে দ্রুত গতিতে মাঠ তৈরীর কাজ সম্পন্ন করতে আধিকারিকদের নির্দেশ দেন।
তিনি খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বাস্কেটবল মাঠটিও পরিদর্শন করেন। এর পর তিনি খোয়াই এয়ারপোর্ট গ্রাউন্ডে ইন্টিগ্রেটেড ফুটবল কোচিং ক্যাম্পটি পরিদর্শন করেন ও লালিগা ফুটবল কোচিং সেন্টারের কোচদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন খেলাধূলার সঠিক পরিকাঠামো না থাকলে প্রতিভা থাকলেও ক্রীড়াবিদরা নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারবেনা এবং জাতীয় ও আন্তর্জাতিকস্তরে কাঙ্খিত সাফল্য আসবেনা। তাই রাজ্যে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ খোয়াইয়ে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো পরিদর্শনকালে যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপসকান্তি দাস, খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বিপ্লব দত্ত, বনজিৎ বাগচি প্রমুখ।