অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর।। স্পেসএক্সের ক্যাপসুলে থাকা টয়লেটটি ভেঙে যাওয়ার ডায়াপার পরে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা। স্থানীয় সময় সোমবার তাদের নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল ফ্লোরিডা উপকূলে অবতরণ করে। বিকল্প ব্যবস্থায় প্রায় ২০ ঘণ্টার এ যাত্রায় মূল পোশাকের নিচে ডায়াপার পরেই আসতে হয়েছে তাদের।
দ্য গার্ডিয়ান জানায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে রবিবার মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার উদ্দেশে রওনা দেন।
নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার এই পরিস্থিতিকে ‘সাবঅপ্টিমাল’, তবে ম্যানেজ করে নেওয়ার মতো বলে বর্ণনা করেছেন। আরও ৩ জন মহাকাশচারীর সঙ্গে তিনিও ওই ক্যাপসুলটিতে রয়েছেন।
কক্ষপথ থেকে এক সংবাদ সম্মেলনে ম্যাকআর্থার বলেন, স্পেসফ্লাইট অনেক ছোট ছোট চ্যালেঞ্জে পরিপূর্ণ। এটিও তেমনি একটি সমস্যা, আমরা যার মুখোমুখি হয়েছি। তবে আমরা এর সমাধানের চেষ্টা করব এবং এটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই।
সেপ্টেম্বরে প্রথমবার শৌচাগারটিতে ত্রুটি দেখা দেয়, ছিদ্র থাকায় ছড়িয়ে পড়ে মূত্র। স্পেসএক্সের নভোযান মহাকাশে গেলে একটি টিউব খুলে আসে, এরপর ফ্লোর বোর্ডের (কৃত্রিম মেঝে) নিচে মূত্র ছড়িয়ে পড়তে শুরু করে। প্রকৌশলীরা জানান, শৌচাগার থেকে ছড়িয়ে পড়া মূত্রে ক্যাপসুলের অন্যান্য অংশের ক্ষতি হয়নি।
শুক্রবার একাধিক বৈঠকের পর মিশন ম্যানেজাররা অন্যদের পাঠানোর আগেই এই ৪ মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
খারাপ আবহাওয়া ও একজন ক্রুর চিকিৎসা জটিলতার কারণে স্পেসএক্সের উৎক্ষেপণ ১ সপ্তাহেরও বেশি বিলম্ব হয়েছে।