স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ৮ নভেম্বর।। জম্পুইহিলের ইডেন ট্যুরিস্টলজের সভাকক্ষে গত ৬ নভেম্বর জম্পুইহিল ব্লকের উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব৷
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জম্পুইহিল বিএসি’র চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান৷ সভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী দেব ব্লকের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতির খোঁজ খবর নেন৷ তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণে কাজ করছে৷
কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প সমূহের সুযোগ প্রান্তিক এলাকার জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ সভায় ব্লকের বিডিও পীযূষ দেব পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্লকের উন্নয়ন কর্মসূচির তথ্য তুলে ধরেন৷
সভায় তিনি জানান, ব্লকে এখন পর্যন্ত এমজিএন রেগায় ৬০.৪৮ শতাংশ শ্রমদিবসের কাজ হয়েছে৷ তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে ৫২২টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে৷
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ধনবাবু রিয়াং, মহকুমা শাসক সুভাষ আচার্য ও বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷