অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। পার্লামেন্টে বিরোধী দলের সদস্যদের বিরোধিতার মুখে পদত্যাগ করেছে কুয়েতের সরকার।
সোমবার কুয়েতের আমির শেখ সাবাহর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ। অর্থনৈতিক সংস্কার নিয়ে বিরোধী দলের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন তিনি।
পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ এর নেতৃত্বাধীন সরকার চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করল।
আগের মন্ত্রিসভার পদত্যাগের পর গত মার্চ মাসে দায়িত্ব নিয়েছিল এই সরকার।
কুয়েতের বার্তা সংস্থা কুনার বরাতে রয়টার্স জানায়, আমির শেখ সাবাহ পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে তিনি এতে অনুমোদন দেবেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সরকারের পদত্যাগের ঘোষণার পর পার্লামেন্টের বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় সরকারের কার্যক্রম ও দুর্নীতির মতো ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত।