Police: নুটন হত্যা মামলায় আরও একজনকে ধরল পুলিশ, শর্তসাপেক্ষে বাড়িতে যাওয়ার অনুমতি

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৮ নভেম্বর।। নুটন হত্যার মূল দুই আসামী অভিজিৎ ও সোনালীকে ইতিমধ্যেই আদালত জেল হাজতে পাঠিয়েছে৷ মামলার তদন্তের গতি রাখার জন্য রবিবার রাতে অভিজিতের বন্ধু রবিউল হোসেনকে (২২) বক্সনগর মোটরস্ট্যান্ড থেকে আটক করে কলমচৌড়া থানার পুলিশ৷

রবিউল পেশায় একজন গাড়ি চালক৷ অভিজিতের সাথে সে গাঁজা চাষ করেছে এবং সীমান্ত ব্যবসায় জড়িত৷ কলমচৌড়ার থানার পুলিশ রাতে রবিউলকে বিশালগড় থানায় গাড়ি সহ প্রেরণ করে৷

বিশালগড় থানার পুলিশ রাতে রবিউলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে৷ সোমবার বিকালবেলা শর্তসাপেক্ষে রবিউলকে বাড়িতে যাওয়ার অনুমতি দেয়৷ গাড়ি এবং মোবাইল রেখে দেয় পুলিশ৷ পুলিশের কাছে নুটন হত্যা কাণ্ডে জড়িত থাকতে পারে এমন আরো নাম আছে৷

পুলিশ যাদের উপর নজর রেখে চলেছে৷ ফলে নুটন হত্যা মামলা ভবিষ্যতে কোনদিকে গড়ায় তা দেখার আশায় অপেক্ষা করছে এলাকাবাসী৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?