স্টাফ রিপোর্টার, গণ্ডাছড়া, ৮ নভেম্বর।। এই আধুনিকতার যুগেও ভূতের আতঙ্কে জবুথবু গণ্ডাছড়ার প্রত্যন্ত গ্রাম সেনপাড়ার মানুষ৷ এখানে মূলত চাকমা সম্প্রদায়ের বসবাস৷ প্রায় ৪৫টি পরিবার রয়েছে৷ গ্রামবাসীরা জানান, গত ক’দিন ধরে ভূতের উৎপাত বেড়েছে৷ ঘর থেকে হাঁড়ি, পাতিল হাওয়া হয়ে যাচ্ছে৷
এখানে সেখানে তারা আলো দেখতে পান৷ রাতে ঘর থেকে বের হলে ভূত নাকি টেনে নিয়ে যাচ্ছে লুঙ্গায়৷ এর মধ্যে কতটা গুজব, কতটা সত্য তা জানা যায়নি৷ ইতিমধ্যে ৫ পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে বলে জানান গ্রামবাসীরা৷ ভূতের আতঙ্কে দু’জনের নাকি মৃত্যুও হয়েছে৷
তবে ঠিক কীভবে মৃত্যু হয়েছে তা জানাননি গ্রামবাসীরা৷ ভয়ে সিঁটিয়ে আছেন তারা৷ শেষ পর্যন্ত ওই এলাকায় যান গণ্ডাছড়ার মহকুমা শাসক অরিন্দম দাস৷ সঙ্গে ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকরা৷ তারা গ্রামবাসীদের আশ্বস্ত করেন৷ বুঝানোর চেষ্টা করেন৷
কিন্তু অদৃশ্য ভূত বলে কথা! কে কার কথা শোনে৷ ঘর থেকেই বের হতে চাইছেন না গ্রামবাসীরা৷ সচেতন মহলের অভিমত বিজ্ঞান মঞ্চের কর্মীদের নিয়ে যেন গ্রামবাসীদের সচেতন করা হয়৷