অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জাতীয় দলের অপরিহার্য অংশ লিওনেল মেসি। আসন্ন আন্তর্জাতিক বিরতিতেও ৩৪ বছর বয়সী তারকাকে দলে রেখেছে লা আলবিসেলেস্তেরা।
কিন্তু আর্জেন্টাইন দলে মেসির অন্তর্ভুক্তি ভালোভাবে নেয়নি তার ক্লাব পিএসজি। ফরাসি জায়ান্টদের ক্রীড়া পরিচালক লিওনার্দো জানিয়েছেন, চোটে থাকা মেসিকে আন্তর্জাতিক বিরতিতে খেলতে দিতে রাজি নয় তারা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা পরের সপ্তাহে মুখোমুখি হবে দুই লাতিন পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিলে বিপক্ষে। চোটে পড়া সত্ত্বেও এই দুই ম্যাচের জন্য মেসিকে স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
তবে চোটে থাকা মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলতে দিতে রাজি নায় লিওনার্দো। লে প্যারিসিয়ান’কে বলেন, ‘যে আমাদের হয়ে খেলার জন্য ফিট নয়, তাকে আমরা জাতীয় দলে খেলতে দিতে পারি না। ’