Deadbody: উজান অভয়নগরে চার তলার উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল নির্মাণ শ্রমিকের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।। কাজ করতে গিয়ে চার তলার উপর থেকে পড়ে মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের৷ মর্মান্তিক এই ঘটনা সোমবার সকাল ১০টা নাগাদ আগরতলা উজান অভয়নগর এলাকায়৷ মৃত শ্রমিকের নাম জয়দেব ওরফে বাপি দেবনাথ (৩৫)৷ মৃত শ্রমিকের স্ত্রী’র বিবরণ জয়দেব দেবনাথ কর্মসূত্রে আগরতলা গোর্খাবস্তি এলাকাতে ভাড়া থাকতেন৷

তিনি আগরতলায় ঠিকেদার গৌতম দাসের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন৷ উজান অভয়নগরে একটি চারতলা বিল্ডিংয়ে তাঁর কাজ ছিল৷ সোমবার সকাল ৯টা নাগাদ তিনি কাজে আসেন৷ ১০টা নাগাদ তাঁর স্ত্রী’কে পুলিশ ফোন করে জানায় জয়দেব দেবনাথ চারতলার উপর থেকে পড়ে মারা গেছেন৷

পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জয়দেব দেবনাথকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে৷ অন্যদিকে, সহকর্মীদের বিবরণ এদিন নির্মাণ কাজ বন্ধ ছিল৷ অন্য শ্রমিকরা কেউই নির্মাণ স্থলে আসেনি৷

জয়দেব দেবনাথ কেন একা নির্মাণ স্থলে গিয়েছিল এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে তারা কিছুই জানেন না৷ যদিও একাংশের অভিযোগ নির্মাণ স্থলে অসুরক্ষিতভাবে শ্রমিকদের কাজে লাগাতেন ঠিকেদার৷ অসুরক্ষিতভাবে চার তলার উপর কাজ করতে গিয়েই উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়৷

শ্রম আইন লঙ্ঘন করে অসুরক্ষিতভাবে শ্রমিকদের কাজে লাগানোর বিষয়টি আড়াল করার জন্য ঠিকেদারের নির্দেশে সহকর্মীরা সোমবার কাজ বন্ধ থাকার মিথ্যে কথা বলছেন বলেও অভিযোগ৷

গোটা ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকজন৷ এনসিসি থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?