অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল ভারত। দুবাইয়ে সোমবার নামিবিয়ার দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটের জয় তুলে নেয় বিরাট কোহলির দল।
দুই দলেরই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। সেই অর্থে সুপার টুয়েলভ পর্বের এই ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠানিকতার।
তবে আনুষ্ঠানিকতার ম্যাচটাও ভারতের দর্শকদের জন্য বড় হয়ে উঠেছিল। কারণ এই ম্যাচ দিয়েই ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব অধ্যায় শেষ করলেন কোহলি। আর ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীরও ছিল এটিই শেষ ম্যাচ।
এমন ম্যাচে জয় তুলে নিয়ে কোহলি-শাস্ত্রীকে বিদায়ী উপহার দিয়েছে ভারতীয় দল।
লক্ষ্য তাড়ায় এদিন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা দুজনই ফিফটি তুলে নেন। তাতে ২৮ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ভারতের।
রোহিত ৩৭ বলে ৫৬ রান করেন ৭ চার ও ২ ছক্কায়। রাহুল ৩৬ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা।
দশম ওভারে রোহিত ফেরার পর উইকেটে আসা সুর্যকুমার যাদব ১৯ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নামিবিয়া ৮ উইকেটে ১৩২ রানে থামে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ডেভিড ভিসা। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ১৬ রানে ৩টি ও রবিচন্দ্রন অশ্বিন ২০ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন জাদেজা।
গ্রুপ-২ এ ৫ ম্যাচে ৩ জয়ে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করল ভারত। নামিবিয়া এক জয়ে ছয় দলের মধ্যে পঞ্চম। এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। গ্রুপ-১ থেকে শেষ চারের টিকিটি কেটেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।