স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।। ভোটের দোরগোড়ায় শেষমেশ বাড়ি বাড়ি প্রচার শুরু করলো বিজেপিও৷ সোমবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী তথা প্রাক্তন কাউন্সিলার রত্না দত্তের সমর্থনে প্রচার করেন প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা৷
প্রার্থীকে নিয়ে প্রচারে শামিল ছিলেন দলের কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহাও৷ প্রচারকালে বিজেপি’র প্রদেশ সভাপতি সাংবাদিকদের বলেন, আসন্ন পুর ও নগর নির্বাচনে শতাধিক আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় এসে গেছে৷ বাকি যে ক’টি আসনে নির্বাচন হবে, সেখানেও জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী বিজেপি৷
এদিকে, পুর নিগমের ভোট সামনে রেখে এদিন আগরতলা মণ্ডলের বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ ও পার্টি কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ তবে বৈঠকে দেখা যায়নি এলাকার বিধায়ক সুদীপ রায়বর্মণকে! তবে উপস্থিত ছিলেন হালে মন্ত্রী হওয়া সুশান্ত চৌধুরী৷
অন্যদিকে, আমবাসা পুর পরিষদে বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন সাংসদ তথা দলের জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি রেবতী ত্রিপুরাকে প্রচারে দেখা গেছে৷ কৈলাসহর পুর নিগমে দলীয় প্রার্থীদের প্রচারে ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়৷