Attack: দলীয় কর্মসূচি শেষে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় আক্রান্ত শাসকদলের কর্মী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।। নির্বাচনকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের এলাকায় সন্ত্রাসের ঘটনা বেড়েই চলেছে৷ কিন্তু এবার শাসক দলের কর্মী আক্রান্তের ঘটনা ঘটেছে শহর লাগোয়া এলাকায়৷ দলীয় কর্মসূচি শেষে নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় আক্রান্ত শাসকদলের কর্মী৷

ঘটনা পূর্ব আগরতলা থানার অন্তর্গত কাশিপুর এলাকায়৷ জানা গেছে, রবিবার সন্ধ্যায় কাশিপুর এলাকার বিজেপির এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়৷ সেই সভা শেষে বিজেপি কর্মী গৌতম দেবনাথ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়৷

নিজ বাড়িতে যাওয়ার সময় সিপিআইএম সমর্থক প্রদীপ সাহা ও অভিজিৎ সাহা বিজেপি কর্মী গৌতম দেবনাথের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ বিজেপি কর্মী গৌতম দেবনাথ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করে৷

ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত বিজেপি কর্মী গৌতম দেবনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পরবর্তী সময় গৌতম দেবনাথের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানান গৌতম দেবনাথ৷

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এখন দেখার বিষয়, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?