স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ নভেম্বর।। আরও একবার ব্যাঙ্কের দ্বারস্থ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ চাকরি হারিয়ে দীর্ঘ ২০ মাস যাবত অভাব-অনটনের শিকার ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷
কিন্তু চাকরি থাকাকালীন সময়ে ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করেছিল তা পরিশোধ করার জন্য ইতিমধ্যে নোটিশ পাঠাচ্ছে ব্যাঙ্কগুলি৷
তাই সোমবার চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল বড়দোয়ালি গ্রামীণ ব্যাঙ্কে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলেন৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের অভাব-অনটনের বিষয়ে অবগত করেন৷
চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে দাবি জানান, ঋণ নিয়ে যাতে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি না করা হয়৷ ব্রাঞ্চ ম্যানেজার জানিয়েছেন, চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর ঋণ পরিশোধ করতে কোন রকম চাপ দেওয়া হবে না৷ ডেপুটেশনের পর এ কথা জানান চাকরিচ্যুত শিক্ষক কমল দেব৷