অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। ভারতীয় সিনেমার শুটিংয়ের সঙ্গে ট্রেনের যোগাযোগ অত্যন্ত গভীর। হিন্দি হোক বা বাংলা, একাধিক ব্লকবাস্টার সিনেমাতে ট্রেনের সুপারহিট দৃশ্য রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, এই ছবির অন্তিম দৃশ্য দর্শকের কাছে এভারগ্রীন হয়ে থাকবে।
রাজ-সিমরানের প্রেম তো এখনো দর্শকের মুখে মুখে ফেরে। তবে জানেন কি এই ট্রেনের বিশেষ দৃশ্যের শুটিংয়ের সময় খরচ কত হয়েছিল? ২০১৫ সালে শেষবার রেলের তরফের শুটিংয়ের ভাড়া ঠিক করা হয়।
অর্থাৎ মোদি আমলে সেই প্রথম আর এযাবতকালে সেই শেষ। ২০১৫ সালের পয়লা আগস্ট ঠিক করা হয় রেলওয়ে শুটিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন দৈনিক খরচ ধরা হবে ৪.৪৭ লক্ষ টাকা।
তার আগে পর্যন্ত প্রতিদিন ২.৩১ লক্ষ টাকা খরচ করে রেলওয়ে শুটিং চলত। অর্থাৎ রাজ এবং সিমরানের মিলনের শেষ দৃশ্যের শুটিংয়ের জন্য ১৯৯৫ সালে যশ চোপড়াকে অর্ধেক ভাড়া দিতে হয়েছিল।
রেলের ফিল্ম স্পেশাল ট্রেনে থাকে চারটি বগি। সঙ্গে থাকে একটি এল এস আর। শুটিংয়ের জন্য ট্রেনকে সর্বাধিক ২০০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। প্রত্যেক বগীর নিরাপত্তার জন্য ৫০ হাজার টাকার হিসেবে সর্বনিম্ন খরচ হলো ২.৫ লক্ষ টাকা।