অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। গড়ে চলেছেন একের পর এক রেকর্ডও। এবার টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ফিফটির মালিক হওয়ার পথে বাবর ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড।
২০১৬ সালে টি-টোয়েন্টিতে ১৮টি ফিফটি করেন টিম ইন্ডিয়া অধিনায়ক। রবিবার শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৬৬ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি নিজের করে নেন বাবর।
চলতি বছরে সীমিত ওভারের এই ক্রিকেটে পাকিস্তানি অধিনায়কের ফিফটির সংখ্যা ১৯। ২০১৯ সালে ১৫টি ফিফটি করেছিলেন বাবর। ২০১২ সালে ১৬ ফিফটি করে এই তালিকার তিনে আছেন ক্রিস গেইল। চলতি বছরে ১৫টি ফিফটি করে ফেলেছেন চারে থাকা বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানও।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ ম্যাচে চার ফিফটি করে ফেলেছেন বাবর। সেই সঙ্গে ভাগ বসালেন আরেকটি রেকর্ডেও। এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৪ ফিফটি আছে কোহলি ও পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনের।
এই বিশ্বকাপেই কোহলির তিনটি রেকর্ড ভাঙলেন বাবর। টি-টোয়েন্টিতে একমাত্র অধিনায়ক হিসেবে ২৮তম ইনিংসে এসে ১৫তম ফিফটি পেলেন বাবর।
তার আগে, গত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ফিফটি করে তিনি এই রেকর্ডে টপকে যান কোহলিকে। ১৩ ফিফটি নিয়ে দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া অধিনায়ক। বাবরের আগে এই রেকর্ড গড়তে কোহলির লেগেছিল ৪৪ ইনিংস।
এর আগেও কোহলির আরেকটি রেকর্ড ভাঙেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ রানের মাইলফলক গড়েন পাকিস্তানি ব্যাটার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডটি গড়েন তিনি।
অধিনায়ক হিসেবে দ্রুততম হাজার রানের আগের রেকর্ডটি ছিল কোহলির। টি-টোয়েন্টিতে ১০০০ রানের ঘরে পা রাখতে টিম ইন্ডিয়া অধিনায়কের লেগেছিল ৩০ ইনিংস। বাবরের লাগে ২৬ ইনিংস।