অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ১৭তম স্থানে থাকে জেনোয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইউক্রেনের সাবেক স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কো। ২০২৪ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন তিনি।
গত শনিবার কোচ দাভিদে বেলার্দিনিকে বরখাস্ত করে জেনোয়া। তার জায়গায় রেড অ্যান্ড ব্লুজদের দায়িত্ব নিলেন শেভচেঙ্কো।
৪৫ বছর বয়সী তারকা এর আগে খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। পরে সান সিরো থেকে যোগ দেন চেলসিতে।
কোচ হিসেবে ক্যারিয়ারটা আগেই শুরু করেছিলেন শেভচেঙ্কো। তার অধীনে ইউক্রেন ২০২০ ইউরোর কোয়ার্টার-ফাইনাল খেলে। তবে রোমে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের পরাজয়ে তাদের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর গত আগস্টে ইউক্রেনের দায়িত্ব ছাড়েন তিনি।
২০১২ সালে পেশাদারি ক্যারিয়ারের ইতি টানেন ইউক্রেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা শেভচেঙ্কো। জাতীয় দলের হয়ে ১১১ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি।
ঘরের ক্লাব ডায়নামো কিয়েভের হয়ে ক্যারিয়ার শুরুর পর ১৯৯৯ সালে মিলানে যোগ দেন ২০০৪ সালে ব্যালন ডি’অর জয়ী তারকা।
রোজোনেরিদের হয়ে সিরি’আ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে পাঁচটি প্রধান শিরোপা জেতেন শেভচেঙ্কো।