স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৮ নভেম্বর।।
রোমান ভাষার পরিবর্তন করে দেবনগরী ভাষা দিয়ে শিক্ষাব্যাবস্থা চালানো যাবে না ককবরক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে।
আর এরই প্রতিবাদ জানিয়ে সোমবার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের প্রায় দুই শতাধিক উপজাতি অংশের পড়ুয়ারা ককবরক বিষয়ে পাঠদানের ক্ষেত্রে ভাষার পরিবর্তনের দাবি নিয়ে এক রেলি অনুষ্ঠিত করে স্থানীয় খাসিয়ামঙ্গল বাজারে।
এদিনের এই রেলিতে কলেজ পড়ুয়া প্রায় দুই শতাধিক উপজাতি অংশের পড়ুয়ারা তাদের ভাষা পরিবর্তনের দাবি নিয়ে জড়ো হয়। শিক্ষা দপ্তরের উচ্চ অধিকর্তার নিকট তাদের দাবি জানান।
এ প্রসঙ্গে এক ছাত্রী জানান, আমরা ছোট বেলা থেকে রোমান স্ক্রিপ্ট দিয়ে পড়াশোনা করে আসছি। এখন দেবনগরী স্ক্রিপ্ট দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমাদের ব্যাপক সমস্যা হবে। আমরা চাই যাতে পুণরায় রোমান স্ক্রিপ্ট দিয়েই ককবরক বিষয়ের পাঠদান করা হয়।