স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৮ নভেম্বর।।
এলাকায় বিদ্যুতায়নের প্রসার ঘটলেও চারটি পরিবারের জনজাতি অংশের মানুষজনরা বিপদগ্রস্ত বলে অভিযোগ। ঘটনা তেলিয়ামুড়া আর ডি ব্লকের অধীনে খামারবাড়ি এডিসি ভিলেজের মোহর পাড়া এলাকায়।
বসতঘরের ২ মিটার উপর দিয়ে 33.000 K.V এর বিদ্যুৎ পরিবাহী তার থাকাতে এমন বিপত্তি। ঐ পরিবারের পক্ষ থেকে কল্যাণপুরে বিদ্যুৎ নিগমে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল এ বিষয়ে।
নিগমের অফিস কর্তৃপক্ষের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকাটি পরিদর্শন করেছিল বলে জানান এলাকার এক যুবক। কিন্তু বর্তমানেও সমস্যা তিমিরেই। বিশেষ করে বর্ষাকালে হাই ভোল্টেজ বিদ্যুৎ তার থেকে অহরহ আগুনের ছিটকা পড়ে বলে জানান এলাকার মানুষজন।
এর থেকে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনার আশঙ্কা করছে এলাকাবাসীরা বিদ্যুৎ নিগমের উদাসীনতার কারণে। তবে ওইসব পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানান এই সমস্যাটি যাতে দ্রুত নিরসন করে দেওয়ার জন্য।