Cricket: কিউইদের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০তম উইকেট শিকারের নজির গড়েছেন রশিদ

অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মিশন শেষ করেছে আফগানিস্তান। তবে শেষ ম্যাচটা একটা রেকর্ডে রাঙিয়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা রশিদ খান।

রবিবার কিউইদের বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০তম উইকেট শিকারের নজির গড়েছেন রশিদ। এই ৪০০ উইকেট শিকারে রশিদই সবচেয়ে দ্রুততম।

এর আগে চলতি আসরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন আফগান এই লেগি।

মার্টিন গাপটিলকে বোল্ড করে এদিন ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ২৩ বছর বয়সী রশিদ। ২৮৯তম টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট হলো তার।

এতদিন দ্রুততম ৪০০ উইকেট শিকারের কীর্তি ছিল ইমরান তাহিরের। ৩২০ ম্যাচ লেগেছিল তার এই কীর্তি ছুঁতে।

রশিদ ও তাহির ছাড়া আর মাত্র দুজন বোলারের টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট আছে। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও সুনিল নারিন।

ব্রাভো প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের কীর্তি গড়েন। তার লেগেছিল ৩৬৪ ম্যাচ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ব্রাভো নামের পাশে এখন ৫১২ ম্যাচে ৫৫৩ উইকেট।

৩৮৩ ম্যাচে নারিনের উইকেট ৪২৫টি। তাহিরের ৩৩৪ ম্যাচে ৪২০ উইকেট।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?