অনলাইন ডেস্ক, ৮ নভেম্বর।। গত শতকে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। বয়স হয়ে গেছে ৩৯। তবে এখনো তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটে ঝড় তুলছেন শোয়েব মালিক।
পাকিস্তানের গতিতারকা শোয়েব আখতারের কাছে তিনি ’৪০ বছরের তরুণ’। আর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অপরিহার্য অংশ মালিক।
অভিজ্ঞতা দলে কেমন প্রভাব রাখতে পারে তা ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছেন। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে তা আবারও জানিয়ে দিলেন মালিক।
৪০-এর কাছাকাছি এসেও কিভাবে এত ফিট পাকিস্তানের সাবেক অধিনায়ক! স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করার পর সেই আশ্চর্য প্রশ্ন আবারও জায়গা করে নিয়েছে সবার মনে। তবে এবার তার রহস্যও ফাঁস করলেন মালিক।
নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন আয়না দেখেন জানালেন এই অলরাউন্ডার। মালিক বলেন, ‘সত্যি বলতে কী, প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে নিজেকে ফিট দেখার একটা আত্ম-প্রবণতা আছে আমার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি ক্রিকেট উপভোগ করছি। ’
তিনি আরও বলেন, ‘ফিট থাকতে হলে প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে এবং আমি সেটাই করে যাচ্ছি। ’
স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ১ চার ও ৬ ছয়ে ৫৪* রান করেন মালিক। পাকিস্তানের ৭২ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।