Child Right: সমাজে শিশুদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন সুুপ্রিম কোর্টের বিচারপতি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ নভেম্বর।। ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিশুদের অধিকার নিয়ে এক মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়৷

মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর বিষয়বস্তু ছিল, ’প্রটেক্টিং চিল্ডেন : প্রোভাইডিং হোপ’৷ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে সুুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত৷

মতবিনিময় সভা ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সুুপ্রিম কোর্টের বিচারপতি তথা জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারপার্সন বিচারপতি উদয় উমেশ ললিত সমাজে শিশুদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও তাদের অধিকার সুুরক্ষা সুুনিশ্চিত করতে হবে৷ রাইট টু অ্যাডুকেশনের আওতায় সমস্ত শিশু যাদের বয়স ৬-১৪ বছর, তাদের সকলের শিক্ষা সুুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে৷

পাশাপাশি গুণগত শিক্ষায় তারা যাতে শিক্ষিত হতে পারে সে দিকেও নজর দিতে হবে৷ তিনি বলেন, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষ শিশুদের অধিকার সুুরক্ষায় কাজ করছে৷ তিনি বলেন, সমাজে শিশুদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে তারা নিজেদেরকে সুুরক্ষিত ভাবতে পারে৷

জাতীয় আইন সেবা কর্তপক্ষ সারা দেশে গত ২ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের অধিকার সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি তথা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান শুভাশিষ তলাপাত্র, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়, রাজ্য শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, জাতীয় আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব অশোক কুমার জৈন ও অধিকর্তা পুণিত সেহগল৷

অনুষ্ঠানের সভাপতি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি শিশুরা যাতে আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷ অনুষ্ঠানে সুুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিষ তলাপাত্র, রাজ্য শিশু সুুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ প্রমুখ আলোচনায় অংশ নেন৷

স্বাগত বক্তব্য রাখেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব সঞ্জয় ভট্টাচার্য৷ অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিগণ পোস্টার প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন৷ অনুষ্ঠানে অক্সিলিয়াম গার্লস সুকলের ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷

অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান আয়োজিত হয়৷ অনুষ্ঠানে শিশুদের অধিকার সংক্রান্ত একটি বুকলেটের আবরণ উন্মোচন করেন সুুপ্রিম কোর্টের বিচারপতি উদয় উমেশ ললিত৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?