স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৮ নভেম্বর।।তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকার উৎপাদিত কৃষি ফসল রাজ্য এবং বহি:রাজ্যে বাজারে বাজারজাত করা হয়ে থাকলেও বিভিন্ন সমস্যায় জর্জরিত কৃষকরা। তবে অন্যান্য বছরের ন্যায় এ বছরও শীতকালীন সবজি চাষ করছে স্থানীয় কৃষকরা। যদিও বাজারে তেমন ভাবে শীতকালীন সবজি বাজারজাত করতে পারছে না কৃষকরা বিভিন্ন কারণে। তেলিয়ামুড়া বাইশঘরিয়া এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। বাইশঘরিয়া এলাকায় প্রায় ৪০০ কৃষক পরিবারের বসবাস। তাদের মূলত রুটি রুজির একমাত্র অবলম্বন কৃষিকাজ। এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল স্থানীয় কৃষকরা কৃষি জমিতে চাষাবাদের কাজে ব্যস্ত। এইসব কৃষকরা অন্যান্য বছরের ন্যায় এ বছরও শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, বেগুন চাষ করেছে। গাছগুলি যাতে দ্রুত পরিপক্ক হয়ে উঠে তার জন্য কৃষকরা কাজ করে যাচ্ছে। বিগত দিনে এই এলাকার কৃষকরা সরকারিভাবে তেমন কোনো সাহায্য-সহায়তা পেত না। কিন্তু বর্তমান সরকারের সময় কালে বাইশঘরিয়া এলাকার কৃষকরা চাষাবাদের জন্য সরকারিভাবে সহায়তা পাচ্ছে। দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য তথা কৃষক জানান বর্তমানে তারা পাওয়ার টিলার মেশিন, সরকারিভাবে সার, বীজ, কীটনাশক ঔষধ পাচ্ছেন। এছাড়াও বিগত দিনের সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতো না। কিন্তু বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। আর এতে কৃষকরা লাভবান। এছাড়াও বর্তমানে কৃষকরা চাষাবাদের জন্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়াতে বহিঃরাজ্যে শীতকালীন সবজি রপ্তানি করে লাভবান হচ্ছে।