Social: ঘিলাতলির অভিচন্দ্র মাস্টার পাড়ার ষাটোর্ধ বৃদ্ধা আরও একটি উদাহরণ সামাজিক অবক্ষয়ের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ নভেম্বর।। হয়তো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনরা এলাকাবাসীর অলক্ষে ফেলে চলে গেছে। না হয় ভবঘুরে হিসেবে নিজ এলাকা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার উদ্যেশ্যে ফেলে চলে গেছে। এমন ধারনাই করছেন এলাকাবাসী। যদি উল্লেক্ষিত বক্তব্য সত্য হয় তবে তা হবে সামাজিক অবক্ষয়ের আরও একটি উদাহরণ।

কথা হচ্ছিল তেলিয়ামুড়া মহকুমা এলাকার দক্ষিণ ঘিলাতলির অভিচন্দ্র মাস্টার পাড়ায় বর্তমানে অবস্থানরত এক অসহায় মহিলার। এলাকাবাসী সুত্রে জানা যায় উক্ত এলাকায় আজ থেকে প্রায় ২০ দিন পূর্বে এলাকবাসীর নজরে আসে যে আনুমানিক ৬০ উর্ধ একজন ভবঘুরে মহিলা।

অসংলগ্ন কথাবার্তা বলায় নাম ঠিকানাটাও বূঝে উঠতে পারছিলনা তারা। জানা যায় রাস্তার পাশে প্রায় অর্ধ বস্ত্র গায়ে নিয়ে পরে থাকেন সারাদিন। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এলাকাবাসীর দেওয়া খাবার দাবারের মধ্য দিয়েই দিন গুজরান হচ্ছে অসহায় মহিলাটির।

রাস্তায় পাশে পরে থাকা এই অসহায় বৃদ্ধার সংগে কথা বলে যদিও উনার সঠিক পরিচয় জানা যায়নি। তবে উনার অসংলগ্ন কথাবার্তার মধ্য দিয়ে তার অসহায়ত্ব বুঝতে মুটেও অসুবিধা হচ্ছিল না। নাম ঠিকানা জানতে চাইলে একেকবার নতুন নতুন ভাবে বলছিল।

স্থানীয় বাসিন্দারা এখন চাইছেন এই অসহায় বৃদ্ধার যেন একটা স্থায়ী ব্যাবস্থা হয়। তারা এও আশা করছেন সংবাদ প্রকাশের পর উনার পরিবার পরিজনেরা যেন এগিয়ে আসেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?