অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর।। ক্যারিয়ারের ৪০০তম গোলের দেখা পেলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোড়া গোল করেছেন বোর্দোর বিপক্ষে। লিগ ওয়ানে নেইমার-এমবাপ্পে নৈপুণ্যে পিএসজিও ম্যাচটি জিতেছে ৩-২ ব্যবধানে।
বোর্দোর মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ফরাসি জায়ান্টরা। এমবাপ্পের পাস থেকে ২৪ ও ৪৩তম মিনিটে গোল দুটি করেন নেইমার।
কেবল অ্যাসিস্ট করে থেমে থাকেননি ফরাসি ফরোয়ার্ড। ভাইনালদামের পাস থেকে ৬২তম মিনিটে জাল খুঁজে নেন এমবাপ্পেও।
৭৮তম মিনিটে একটি গোল শোধ দেয় বোর্দো। ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিকেরা দ্বিতীয় গোল পায় অতিরিক্ত প্রথম মিনিটে। শেষদিকে রোমাঞ্চ ছড়ালেও সমতায় ফিরতে পারেনি বোর্দো।
ম্যাচের প্রথম গোলটি করে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন নেইমার। পরের গোলটি তার ৪০১তম।
বোর্দোর বিপক্ষে প্রথম গোলটি নেইমার উৎসর্গ করেছেন সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ২৬ বছর বয়সী ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকাকে।
গোল উদযাপনের জন্য জার্সি তুলে ধরেন তিনি। তার টি-শার্টে লেখা, ‘আমি চিরদিন তোমার ভক্ত হয়ে থাকব। কষ্টের রানী। শান্তিতে ঘুমাও এমএএম (মারিলিয়া মেন্ডনকা)।
এই জয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার দুই থাকা লেন্সের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে শিরোপা পুনরুদ্ধারে নামা পিএসজি। আর পরের স্থানে থাকা নিঁস ও মার্শেইয়ের চেয়ে ১১ ও ১২ পয়েন্ট এগিয়ে গেল পচেত্তিনোর দল। ১৩ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৫।