অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর।। ম্যাচের ৩৪ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যাওয়া। এরপরও সেল্তা ভিগোর মাঠে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি বার্সেলোনা। বরং ফিরে আসার দারুণ গল্প লিখেছে সেল্তা।
লা লিগায় শনিবার সেল্তা ও বার্সার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। বার্সার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সের্হি বারজুয়ানের এটিই ছিল শেষ ম্যাচ। যা মনে রাখার মতো হলো না।
আর সোমবার কিংবদন্তি জাভি দায়িত্ব বুঝে নেওয়ার আগে ক্লাবটিও থাকতে পারল না ফুরফুরে মেজাজে।
এদিন আনসু ফাতি, সের্হি বুসকেতস ও মেমফিস ডিপাইদের নৈপুণ্যে ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু, দ্বিতীয়ার্ধে একে একে গোল আদায় করে নিতে থাকে সেল্তা। জোড়া গোল করেন ইয়াগো আসপাস, অন্য গোলটি নলিতোর।
৫২ মিনিটে আসপাস ব্যবধান ১-৩ করেন। নলিতো যখন ২-৩ করলেন, তখন ম্যাচের ১৬ মিনিট বাকি। যোগ করা সময়ে গিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আসপাস।
সুবাদে ড্র নিয়ে মাঠ ছাড়ে সেল্তা। এমন ম্যাচে আবার ইনজুরি থেকে ফেরা ফাতি ফের চোট পেছনে। যা শঙ্কিত করছে বার্সা দর্শকদের।
জাভি দায়িত্ব নেওয়ার আগে লা লিগায় পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান নবম। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলা সেল্তা আছে পনের নম্বরে। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ।