Cricket: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর।। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-১ এর শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে যাওয়ার শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে দলটি। ফলে হেরেও গ্রুপ সেরা হয়েই শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া।

শারজায় শনিবার রাসি ফন ডার ডাসেনের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস ও কাগিসো রাবাদার হ্যাটট্রিকে ইংল্যান্ডকে ১০ রানে হারায় দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে ডাসেন ও আইডেন মারকরামের ব্যাটে ২ উইকেটে ১৮৯ রানের পুঁজি গড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৩১ বা এর কম রানে আটকে রাখতে হতো তাদের। তবে তা করতে পারেনি তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল।

বরং ইংলিশরা জয়ের পথেই ছুটছিল। শেষ ৬ বলে ১৪ রান দরকার ছিল ২০১০ আসরের চ্যাম্পিয়নদের। তবে রাবাদা শেষ ওভার করতে এসে প্রথম তিন বলেই উইকেট তুলে নেন। ক্রিস ওকস, ওয়েন মরগান ও ক্রিস জর্ডানকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। ইংল্যান্ডের তাই জয় তুলে নেওয়া হয়নি।

তবে পাঁচ ম্যাচের চারটিতেই জেতা ইংলিশরা ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ঠিকই। সমান জয়ে সমান পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় হয়েছে।

এই নেট রান রেটের কারণেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান ৮ পয়েন্ট নিয়েও দক্ষিণ আফ্রিকা বিদায় নিয়েছে আসর থেকে।

রান তাড়া করতে নেমে সেমিফাইনাল নিশ্চিতের জন্য ৮৭ রান করলেই হতো ইংল্যান্ডের। গ্রুপসেরা হওয়ার জন্য দরকার ছিল ১০৬ রান। এই রান তাড়ার পথে ওপেনার জেসন রয় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। চলতি আসরে তিনি আর খেলতে পারেন কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে। রয় ১৫ বলে ২০ রান করেন।

এ ছাড়া জস বাটলারের ১৫ বলে ২৬, মইন আলির ২৭ বলে ৩৭, ডেভিড মালানের ২৬ বলে ৩৩, লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ২৮ ও ওয়েন মরগানের ১২ বলে ১৭ রানে ৮ উইকেটে ১৭৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

রাবাদা সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস।

এর আগে প্রোটিয়াদের পক্ষে ডাসেন ৬০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন ৫ চার ও ৬ ছক্কায়। আইডেন মারকরাম ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ডাসেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?