অনলাইন ডেস্ক, ৭ নভেম্বর।। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।
ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপ থেকে রানার-আপ হয়ে শেষ চারে জায়গা করে নেওয়া অস্ট্রেলিয়াকে।
তবে প্রতিপক্ষ যে হোক না কেন, ভয় করছে না পাকিস্তান। এমন আত্মবিশ্বাসী কণ্ঠেই বিষয়টা জানিয়ে দিলেন মোহাম্মদ হাফিজ।
শনিবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমি নিশ্চিত করে অজিরা। অবশ্য তাদের তাকিয়ে থাকতে হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। ইংলিশদের বিপক্ষে জিতেও নেট রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়ে প্রোটিয়াদের।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত হওয়ার আগে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার হাফিজ জানালেন, পাকিস্তান প্রস্তুত যেকোনো প্রতিপক্ষের জন্য।
রবিবার ‘নিয়মরক্ষার’ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে শনিবার ৪১ বছর বয়সী তারকা বলেন, ‘সত্যি কথা বলতে, যখন কথাটা ক্রিকেট ম্যাচ নিয়ে হয়, তখন আমরা কার বিপক্ষে খেলতে চায় তা চিন্তা করি না। যারাই আসুক, আমরা তার জন্য প্রস্তুত। আমাদের আত্মবিশ্বাস আছে।’