স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৭ নভেম্বর।। তিল একটি অতি সুস্বাদু খাদ্যশস্য। শুধু তাইনয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই তিলের ব্যবহার অপরিহার্য।
সারা রাজ্যের মধ্যে এই তিল বেশিরভাগই উৎপাদিত হয় জুম চাষে। তবে এবছর তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত বিভিন্ন প্রান্তে তিলের ফলন নাই বললেই চলে।
যদিও কিছু কিছু পরিবার তাদের জুমচাষে তিলের চাষ করার চেষ্টা করেছিল। আর যেগুলো দিয়েই তাদের সংসার প্রতিপালন করার বছরের উপার্জন সেখানেই তিল চাষের ফলন ভাল হয়নি।
যে কারণে জুমিয়া পরিবারদের মাথায় হাত। এবছর জুম চাষের ফলন ভালো না হওয়াতে তিলের ঘাটতি দেখা দেবে বছরের পর বছর। কারণ আগামীতে তিল চাষে অনীহা প্রকাশ করবে অনেক জুনিয়া পরিবার।
প্রতিবছরই জুম চাষে তিলের ফলন বৃদ্ধি পেলে সেগুলিকে বাজারজাত করে সংসার প্রতিপালন করেন অনেক জমিয়ে পরিবার। এবছর তিলের ফলন ভালো না হওয়াতে জুমিয়া পরিবারগুলির খাদ্যের যোগান দিতে মুশকিল হয়ে যাবে।