Viral: সানি দেওল এবং প্রিয়াঙ্কা চোপড়ার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বিহারের একটি কলেজে!

অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। সানি দেওল এবং প্রিয়াঙ্কা চোপড়ার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বিহারের একটি কলেজে! এমনই ঘটনা চাউর হয়েছে নেট দুনিয়ায়। জানা যায়, বিহারের রাম লক্ষ্মণ কলেজের এক ছাত্র উচ্চ মাধ্যমিকের টেস্টে ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে নিজেই তার বাবা, মায়ের নাম সানি দেওল ও প্রিয়াঙ্কা চোপড়া লিখেছে। সেই উত্তরপত্র বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই নতুন বিতর্ক দানা বেঁধেছে নেট দুনিয়া থেকে বলি-ইন্ডাস্ট্রিতে।

ভাইরাল হওয়া উত্তরপত্রটিতে দেখা যাচ্ছে, রাম লক্ষ্মণ কলেজের ছাত্রটির নাম শিবশঙ্কর কুমার। উত্তরপত্রে ছাত্রের মায়ের নামের জায়গায় লেখা রয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া। আর বাবার নামের জায়গায় নাম রয়েছে সানি দেওলের।

এরপরই নেটিজেনদের কমেন্টে ভরে গিয়েছে এই উত্তরপত্র পোস্টের কমেন্টবক্স। ধর্মেন্দ্র-পুত্র এবং পিগি চপস-কে নিয়েও নেট দুনিয়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন। যদিও উত্তরপত্রটি সম্পূর্ণ পড়লে বোঝা যাবে, ওই ছাত্রের পরিচয় নিয়ে রহস্য থাকার কথা নয়।

উচ্চ মাধ্যমিকের ছাত্র শিবশঙ্কর কুমার কেবল ইতিহাস পরীক্ষার উত্তরপত্রে বাবা, মায়ের নাম দিয়েই বিতর্ক সৃষ্টি করেনি, ইতিহাস নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ভাইরাল হওয়া উত্তরপত্রটিতে দেখা যাচ্ছে, পরীক্ষায় একটি প্রশ্ন ছিল, আপনি পুরাতত্ত্ব থেকে কী শিখলেন! জবাবে ছাত্রটি লিখেছে, এটা আমার মাস্টারমশাই পড়ায়নি। আমি পুরাতত্ত্ব থেকে কিছু বুঝতে পারি না।

এর পরের প্রশ্ন, আকবর কেন জিজিয়া কর বন্ধ করে দিয়েছিল! জবাবে শিবশঙ্কর লিখেছে, আকবরের গার্লফ্রেন্ডের নাম ছিল রাজিয়া। রাজিয়াকে আকবর খুব ভালোবাসতেন। সে জন্য রাজিয়ার কথাতেই আকবর জিজিয়া কর বন্ধ করে দেন।

আবার মহেঞ্জোদারোর বিশাল স্নানাগার বর্জিত হওয়ার কারণ সম্পর্কেও বিতর্কিত জবাব দেয় এই ছাত্র। সে লিখেছে, মহেঞ্জোদারোর বিশাল স্নানাগারে রাজার স্ত্রী ছপক-ছপক করে নাচতেন এবং কাপড় ওড়াতেন।

জানা গিয়েছে, বর্তমানে বিহার বোর্ডের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। সেই পরীক্ষাতেই রাম লক্ষ্মণ কলেজের ছাত্র শিবশঙ্কর কুমার ইতিহাসের উত্তরপত্রে বাবা, মায়ের নাম থেকে বিতর্কমূলক নানান জবাব দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পুরো উত্তরপত্রটি পড়ে নেটিজেনদের অনুমান, মজা করেই শিবশঙ্কর পরীক্ষার উত্তরপত্রে পরিচয় থেকে ইতিহাস বিষয়ে এই সমস্ত লিখেছে। তবে বিষয়টিকে লঘু করে নিচ্ছেন না রাম লক্ষ্মণ কলেজের প্রিন্সিপাল রাজেশ্বর প্রসাদের যাদব।

কেউ চক্রান্ত করে কলেজের ছাত্রের নাম দিয়ে উত্তরপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অভিযোগ তুলে তিনি বলেন, এটা কলেজের বদনাম করার চক্রান্ত। কিছু লোক কলেজের সম্মান নষ্ট করার চক্রান্ত করছে। একই সঙ্গে তার হুঁশিয়ারি, তদন্ত শুরু হয়েছে। যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?