অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। নিজের বাসস্থানে হেনস্তার শিকার হতে হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সেই ঘটনার বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী। তার অভিযোগ রাস্তার কুকুরদের আদর-যত্ন করেন বলে তাকে নিগ্রহের শিকার হতে হয়েছে। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন।
সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি শ্রীলেখা। এর মধ্যেই রাস্তার কুকুরদের আদর-যত্ন করেন বলে নিজের বাসস্থানে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে শ্রীলেখা কান্নায় ভেঙে পড়ে জানান, অপ্রিয় সত্যি কথা বলেন বলে অনেকেই তাকে অপছন্দ করেন। রাস্তার কুকুরদের হয়ে কথা বলেছেন বলে আবাসনের এক মহিলা তাকে পাগল বলেছেন। এই নিগ্রহ আর মেনে নিতে পারছেন না বলেই জানান অভিনেত্রী।
অনেক কষ্ট করে নিজের ফ্ল্যাটটি কেনেন শ্রীলেখা। তার মাসি ও মেয়ে ছাড়া তেমন কেউ যাতায়াত করেন না সেই ফ্ল্যাটে। রাস্তার কুকুরদের ভালোবাসেন তিনি। তাদের নিয়েই থাকতে ভালোবাসেন।
তাতেই নাকি আপত্তি আবাসনের কিছু বাসিন্দাদের। অভিনেত্রী জানান, রাস্তার যে কুকুরদের তিনি স্নেহ করেন, তাদের প্রত্যেকের ভ্যাকসিন দেওয়া রয়েছে। অথচ আবাসনের কিছু বাসিন্দার অভিযোগ, এদের কারণে নাকি ভাইরাস ছড়াচ্ছে। আর তার জেরেই শ্রীলেখাকে নিগ্রহের শিকার হতে হয়েছে বলে অভিযোগ।
শ্রীলেখা জানান, তিনি একজন শিল্পী এবং স্পর্শকাতর মানুষ। আর এ রকম হেনস্তা নিতে পারছেন না। এই ফ্ল্যাটটি তার প্রিয়। তা সত্ত্বেও সেই ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন বলে জানান তিনি। কারণ ভবিষ্যতে তার বাড়ির সামনে ময়লা ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। তাই এই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চান বলে জানান অভিনেত্রী। “প্রতিদিন একা একা এই লড়াই করতে পারছি না। নেগেটিভিটি নিয়ে বাঁচতে পারছি না”, বলেন অভিনেত্রী।