অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। চোট কাটিয়ে দুই মাস পর রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন গ্যারেথ বেল। সম্প্রতি আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ওয়েলস জাতীয় দলেও ডাক পেয়েছেন তিনি। তার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন সান্তিয়াগো বার্নাব্যুর কোচ কার্লো আনচেলত্তি।
সাম্প্রতিক বছরগুলোতে লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে তেমন কিছুই দিতে পারেননি বেল।
অনেক সমালোচক মনে করছেন, দেশের হয়ে বিশ্বকাপ বাছাই খেলতে গিয়ে ফের চোটে পড়ে ছিটকে যেতে পারেন তিনি।
তবে আনচেলত্তি দাঁড়িয়েছেন বেলের পাশে। রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে ইতালিয়ান কোচ স্মরণ করিয়ে দিলেন, ৩২ বছর বয়সী ওয়েলসম্যান রিয়ালের জন্য কী করেছেন তা।
স্প্যানিশ জায়ান্টরা বেলকে ওয়েলসের হয়ে খেলার জন্য অনুমতি দিয়েছে। আনচেলত্তিও তাকে ভায়েকানোর বিপক্ষে ম্যাচের জন্য দলে রাখেননি।
ব্লাঙ্কোসদের ইতালিয়ান কোচ জানালেন, ‘এই খেলোয়াড় মেডিকেল ছাড়পত্র পেয়েছে এবং অনুশীলন করতে পারবে। আমরা ওয়েলসকে তো বলতে পারি না, সে খেলতে পারবে না। স্ক্যান বলছে, সে সেরে উঠেছে। ’
এরপর বার্নাব্যুতে বেলের কৃতিত্ব স্মরণ করিয়ে দিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘প্রথমত, আমি তার বাবা নই।
এটা হতে পারে বেলের শেষ অধ্যায়, হয়তো তা ভালো নাও হতে পারে। তবে কেউ ভুলে যায়নি বেল কী করেছে। ২০১৪ সালে সে আমাদের চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে এবং আবারও লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করেছিল। ’