অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। কিংবদন্তি কোচ তারাক সিনহা মারা গেছেন। ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে শনিবার ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বেশ কয়েক প্রজন্ম ধরে সিনহার হাত দিয়ে গড়ে উঠেছে ভারতের অনেক নামী ক্রিকেটার। তার প্রতিষ্ঠিত সনেট ক্রিকেট ক্লাব ভারত এবং দিল্লির ক্রিকেটে অনেক রত্ন দিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন— সুরিন্দর খান্না, মনোজ প্রভাকর, অজয় শর্মা, অতুল ওয়াসেন, আশীষ নেহরা, সঞ্জীব শর্মা, আকাশ চোপড়া, শিখর ধাওয়ান, আঞ্জুম চোপড়া, ও ঋষভ পন্তের মতো তারকা ক্রিকেটাররা।
সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সনেট ক্লাব। ক্লাবটি এক বিবৃতিতে জানায়, দুই মাস ধরে ফুসফুস ক্যানসারের সঙ্গে সাহসের সঙ্গে যুদ্ধ করে শনিবার না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
তরুণ প্রতিভাদের গড়ে তুলতে কাজ করতেন সিনহা। এমনকি ৭০ বছর বয়সেও তিনি মাঠে তরুণ ক্রিকেটারদের সঙ্গে মাঠে কাজ করে গেছেন।
দেশ প্রেম আজাদ, গুরুচরণ সিং, রমাকান্ত আচেরাকার ও সুনিতা শর্মা পর পঞ্চম ক্রিকেট কোচ হিসেবে ভারতের ক্রিকেট কোচদের অন্যতম স্বীকৃতি দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন সিনহা।