Encounter: ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ১৩ বছরের এক কিশোর হাসপাতালে মারা গেছে

অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ১৩ বছরের এক কিশোর হাসপাতালে মারা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

নাবলুসের পূর্বে দেইর আল-হাতাব গ্রামে ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়লি সেনাদের বিরোধের মাঝে পাকস্থলিতে গুলিবিদ্ধ হয় মোহাম্মদ দাদাস। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এ দিকে আরেক গ্রাম বেইতে শুক্রবার দুই ফিলিস্তিনি আহত হয়। এ এলাকার পাহাড়চূড়া থেকে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও সেনাদের সরাতে কয়েক মাস ধরে তারা বিক্ষোভ করে আসছিল।

আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও পশ্চিম তীরে আরও ৩ হাজার ইহুদি বসতি স্থাপনের ঘোষণার পরদিনই এ ঘটনা ঘটে।

ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য প্রায় তেরশ’ বাড়ি নির্মাণের পরিকল্পনাও নিয়েছে। তবে সমালোচকরা বলছেন, বিশ্বব্যাপী নিন্দাকে প্রত্যাখ্যান করার প্রচেষ্টা হিসেবে এ উদ্যোগ নিয়েছে দখলদাররা।

পশ্চিম তীরকে ভবিষ্যত রাষ্ট্রের অংশ হিসেবে দেখে ফিলিস্তিনিরা। অন্যদিকে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটসহ কট্টরপন্থী ইসরায়েলিদের কাছে এটি ইহুদি ইতিহাসের কেন্দ্রস্থল।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল।

এরপর লাখ লাখ ইসরায়েলি এ এলাকায় বসতি স্থাপন করে, যাকে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?