অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। নিজেদের হাতে থাকা কাজটা বেশ ভালোভাবেই সারল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে এখন অ্যারন ফিঞ্চরা।
আবুধাবিতে শনিবার ক্যারিবীয়দের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে ৮ উইকেটে জয় তুলে নেয় অজিরা।
ওয়ার্নার ৫৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। মার্শ ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা। কিয়েরন পোলার্ড সর্বোচ্চ ৪৪ রান করেন। জস হ্যাজলউড ৩৯ রানে ৪ উইকেট নেন।
৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ দ্বিতীয় অবস্থানে অজিরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড।
এদিন গ্রুপের অন্য ম্যাচে ইংল্যান্ডকে যদি রেকর্ড ব্যবধানে হারাতে পারে দক্ষিণ আফ্রিকা, তবেই কেবল অজিরা সেমিফাইনাল থেকে ছিটকে যাবে।
ওয়েস্ট ইন্ডিজের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা।
পাঁচ দলের গ্রুপে পঞ্চম তারা।
এই ম্যাচটি খুব সম্ভবত ক্রিস গেইলের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল। ৯ বলে ১৫ রান করে ফেরার সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে ব্যাট উঁচিয়ে ধরেন। ম্যাচ শেষে ডোয়াইন ব্রাভোর সঙ্গে গেইলকেও ‘গার্ড অব অনার’ দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ব্রাভো আগেই নিশ্চিত করেছিলেন অবসরের কথা। গেইল ও ব্রাভো দুজনই টিভি ক্যামেরায় অটোগ্রাফও দিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৫৭-৭ (২০ ওভার): পোলার্ড ৪৪ (৩১), লুইস ২৯ (২৬); হ্যাজলউড ৪-৩৯
অস্ট্রেলিয়া ১৬১-২ (১৬.২ ওভার): ওয়ার্নার ৮৯* (৫৬), মার্শ ৫৩ (৩২)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার।