CM Biplab: ত্রিপুরা সুন্দরীর পূণ্যভূমি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র রূপে হয়ে উঠছে সমৃদ্ধ ত্রিপুরার পালন কর্তা, বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ নভেম্বর।। ত্রিপুরা সুন্দরীর পূণ্যভূমি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র রূপে হয়ে উঠছে সমৃদ্ধ ত্রিপুরার পালন কর্তা৷ গতানুগতিকতার ঊধের্ব উঠে অভিনব ও উদ্ভাবনী ভাবনায় প্রতি ক্ষেত্রে নব পালক সংযোজিত হয়ে চলেছে রাজ্যে৷ গতকাল উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে দু’দিনব্যাপী দীপাবলি উৎসবের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন প্রথমেই ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন শেষে কল্যাণ সাগর পাড়ে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা৷

কল্যাণ সাগর পাড়ে একই সঙ্গে চলে সাংসৃকতিক কর্মসূচিও৷ বাহারি আলোকমালায় সেজে উঠে দীপাবলি উৎসব প্রাঙ্গণ৷ এদিন কল্যাণ সাগরে বেশ কয়েকটি কচ্ছপ উৎসর্গ করেন ও কল্যাণ সাগর প্রদক্ষিণ করেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য সরকার সবার৷ সমস্ত অংশে মানুষের সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার৷ যে কোন কাজে অভিনবত্ব আমাদের দৃষ্টি আকর্ষণ করে৷ আর এ লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে আধুনিকতার সাথে নতুন পালক সংযোজনের মাধ্যমে অগ্রসর হচ্ছে সরকার৷ দীপাবলিকে কেন্দ্র করে কল্যাণ সাগর পাড়ে মঙ্গল আরতি আয়োজন সহ এমন গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে৷ আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে নব কলেবরে সেজে উঠছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির৷

রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলশ্রুতিতে প্রসাদ প্রকল্পে, ত্রিপুরেশ্বরী মন্দিরের আধুনিকীকরণ সহ, রেলস্টেশন থেকে সড়কের আধুনিকীকরণ ও তৎসংলগ্ণ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে৷ উদ্ভাবনী এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমান সরকারের সময়ে ধর্মীয় পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ এই আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রের আধুনিকীকরণের মাধ্যমে বড় মাত্রায় অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷

এর ফলে সৃষ্টি হচ্ছে বড় মাত্রায় রোজগারের সুযোগ৷ মুখ্যমন্ত্রী বলেন, দীপাবলি, পূণ্য মুহূর্তে এক ধাপে পেট্রোল এবং ডিজেলের অনেকটাই মূল্য হ্রাস করেছে কেন্দ্রীয় সরকার৷ তৎসঙ্গে রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি আরও ৭ টাকা করে মূল্য হ্রাস পেয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় একদল এবং এক ব্যক্তির প্রচার করা হতো৷ কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিরিখে বর্তমানে ত্রিপুরার পরিচিতি বিশ্ব আঙিনায় ছড়িয়ে পড়েছে৷ রাজ্যের অর্থনৈতিক বিকাশে গুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে৷

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলাশাসক, পুলিশ সুপার প্রমুখ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?