স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ নভেম্বর।। দীপাবলির রাতে আগরতলা পুরনিগমের ২৯নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সোমা বিশ্বাসের বাড়িতে হামলা চালায় দুষৃকতীরা৷ হামলাবাজরা শাসক দলের কর্মী বলে জানিয়েছেন প্রার্থী সোমা বিশ্বাস৷
দীপাবলির রাত প্রায় একটা নাগাদ যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায় সোমা বিশ্বাসের বাড়িতে সমাজদ্রোহীরা আক্রমণ করে৷ বাড়ির ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে সিপিএম প্রার্থী সোমা বিশ্বাস অভিযোগ করেছেন৷ তার স্বামীর অটোতে আগুন ধরিয়ে দেয় তারা৷
ঘর থেকে কাপড় এনে আগুন লাগিয়ে দিয়েছে বলেও অভিযোগ তার৷ বাউন্ডারি গেট ভেঙে ঘরের গ্রিল ভেঙে ১০ থেকে ১২ জনের দুষৃকতীদের দলটি বাড়িতে ঢুকে আক্রমণ চালায়৷ এই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে৷ গত ৫ বছর পুরনিগমের পারিষদ ছিলেন তিনি৷
২০১৮ সালে সরকার পরিবর্তনের পর তার বাড়িতে আক্রমণ সংগঠিত করেছিলো দুষৃকতীরা৷ তবে তিনি বলেছেন যতই আক্রমণ আসুক না কেন তিনি পিছু হটবেন না৷ বাম প্রার্থী হিসেবে প্রচার চালিয়ে যাবেন৷ বাড়ি বাড়ি প্রচারে বেশ ভালো সাড়া পেয়েছেন বলে তিনি জানান৷
এদিকে রাতেই ঘটনা পুলিশকে জানানো হয়৷ পুলিশ ছুটে এসে পরিদর্শন করে চলে যায়৷ শুক্রবার থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান৷ শুক্রবার সকালে সিপিএম স্থানীয় নেতারা ২৯ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থীর বাড়িতে যান এবং তার সাথে কথা বলেন৷