Accident: এক বিমান দুর্ঘটনা চিরতরে থামিয়ে দিল ব্রাজিলের জনপ্রিয় এ গায়িকাকে

অনলাইন ডেস্ক, ৬ নভেম্বর।। মাত্র ২৬ বছর বয়সে খ্যাতি মধ্যগগনে বাস করছিলেন মারিলিয়া মেন্ডনকা। কিন্তু এক বিমান দুর্ঘটনা চিরতরে থামিয়ে দিল ব্রাজিলের জনপ্রিয় এ গায়িকাকে।

বিবিসি জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরেইস প্রদেশের এক গ্রামীণ এলাকায় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। আরও মারা যান মারিলিয়ার সঙ্গে থাকা চাচা, প্রযোজক ও দুই বিমানকর্মী।
দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যে তদন্তে নেমেছেন কর্মকর্তারা।

প্রেমে ব্যর্থ নারীদের অভিজ্ঞতা ছিল মারিলিয়ার গানের বিষয়বস্তু। যা তাকে দেয় ভীষণ জনপ্রিয়তা। ২০১৯ সালে জিতে নেন ল্যাটিন গ্র্যামি।

সর্তেনেজা নামে পরিচিত ব্রাজিলের লোকসংগীতের বড় নাম মারিলিয়া। তিনি কিশোর বয়সে সংগীত ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৬ সাল নাগাদ জাতীয় তারকায় পরিণত হন। তিনি পরিচিত ছিলেন ‘বিরহের রাণী’ নামে।

গত বছর করোনায় কনসার্ট বাতিল হলে অনলাইনে কয়েকটি সরাসরি গানের আয়োজন করেন মারিলিয়া। এর মধ্যে একটি অনুষ্ঠান ইউটিউবে দেখে ৩৩ লাখ শ্রোতা।

যা সর্বোচ্চ লাইভ স্ট্রিমিং-এ একটি রেকর্ড। ২০২০ সালে স্পটিফাই-এ ব্রাজিলে সবচেয়ে শোনা হয় মারিলিয়ার গান।

দুর্ঘটনাস্থল থেকে মাত্র সাত মাইল দূরের শহর কারাতিঙ্গায় মারিলিয়া মেন্ডনকার একটি কনসার্টে শুক্রবার বিকেলে গান পরিবেশনের কথা ছিল। এর আগে বিমানে চড়ার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। কনসার্টের কয়েক ঘণ্টা আগেই মারা গেলেন গায়িকা।

টেলিভিশনে দেখা যায়, পার্বত্য অঞ্চলের একটি জলপ্রপাতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মারিলিয়ার প্রয়াতে দুঃখ প্রকাশ করেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার ও গায়িকা আনিটাসহ অনেকে। মারিলিয়া মেন্ডনকা দুই বছর বয়সী সন্তান রেখে গেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?