অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর।। বিহারে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা। চলতি বছরের জুলাইয়ে বিষ মদ খেয়ে ১৬ জনের মৃত্যুর পর ফের একই কারণে বিহারে মৃত্যু হল আট জনের। বুধবার রাতে বিহারের চম্পারণ জেলায় ৮ জনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন থানায় অন্তর্গত তেলহুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু নিশ্চিতভাবে জানানো হলে স্থানীয় সূত্রে খবর বিষমদ খেয়েই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রহ্লাদ যাদব নামে মৃতের এক ছেলে জানিয়েছেন, তার বাবা বাড়িতে মদ্যপান করে আসার পরেই শারীরিক অবনতি হতে শুরু করে। জেলাসদর দফতরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় বাবার।
এই ঘটনায় উদ্বেগে প্রশাসন। জেলাশাসক এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে মৃত্যুর কারণ বিষ মদ্যপান কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, অক্টোবরের ৩০ তারিখে বিষ মদ খেয়ে পাঁচজনের মৃত্যু হয় মুজাফফর জেলায়। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গোপালগঞ্জে আট জনের এই বিষমদ খেয়ে মৃত্যু হয়। তবে গোপালগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। জুলাই মাসেও পশ্চিম চম্পারণে বিষমদ খেয়ে ১৬ জনের মৃত্যু হয়।