PM Modi: রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।। ফের কেদারনাথ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করলেন তিনি। ১২ ফুটের সেই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি।

আদি শঙ্করাচার্যের সমাধি ২০১৩ সালের উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর অবশেষে এটি পুনর্গঠন করা হল।

এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘‌আপনারা সকলেই আজ এখানে আদি শঙ্করাচার্য সমাধির উদ্বোধনের সাক্ষী। তাঁর ভক্তরা এখানে মন থেকে উপস্থিত। দেশের সমস্ত গণিত এবং ‘‌জ্যোতির্লিঙ্গ’‌ আজ আমাদের সঙ্গে যুক্ত।’‌

শুক্রবার সকালে দেরাদুন বিমানবন্দরে অবতরণ করেন মোদি।ঘড়িতে তখন সকাল ৭ টা ৩০ মিনিট।তাঁকে স্বাগত জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ঝামি এবং রাজ্যপাল তথা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং।সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কেদারনাথ মন্দিরের উদ্দেশে রওনা দেন মোদি ।

কেদারনাথে পৌঁছে প্রথমে মন্দিরের বিভিন্ন সংস্কারমূলক কাজের পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে সংস্কারের ভিডিয়ো দেখানো হয়। তারপর মন্দিরে প্রবেশ করেন। বিশেষ রুদ্রাভিষেক পুজো করেন মোদী। তারপর আদি গুরু শঙ্করাচার্যের মূর্তির উন্মোচন করেন।

রুদ্রাভিষেক এবং মূর্তি উন্মোচনের পাশাপাশি শুক্রবার ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন তিনি। নতুন প্রকল্পের উদ্বোধনও করেন।

মোদী বলেন, ‘‘২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ তীর্থক্ষেত্র পুনর্গঠনের কথা বার বারই আমার অন্তর বলেছে।’’ প্রধানমন্ত্রী জানান, শীঘ্রই ‘রোপওয়ে’ যোগাযোগ চালু হবে উত্তরাখণ্ডের শিখ তীর্থক্ষেত্র হেমকুন্ড সাহিবে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?