PM Modi: প্রতিবছরের মতো এবারে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর।। প্রতিবছরের মতো এবারে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাদের মনোবল বাড়াতে আজ, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নৌসেরায় প্রধানমন্ত্রী।

এদিন তিনি বলেন, জওয়ানদের জন্য আজ প্রদীপ জ্বালাবে গোটা দেশ। এদিন সেনাবাহিনীর উদ্দেশে আপনাদের ভরসা পেলেই নিশ্চিন্তে ঘুমোতে পারবে গোটা দেশ। আপনাদের সকলে দীপাবলির শুভেচ্ছা।

মোদি এদিন নৌসেরা থেকে বলেন, ভারতের সেনাবাহিনীর শক্তির আভাস পেয়েছে শত্রুপক্ষ। কাশ্মীরে পাহারাদারের কাজ করছে নৌসেরা। সার্জিক্যাল স্ট্রাইকের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নৌসেরা। দেশের সেনা সংকল্প, পরাক্রমে ভরপুর।

সার্জিক্যাল স্ট্রাইকের পরেই হামলা হয়েছে জঙ্গিদের মুখের মতো জবাব দিয়েছে।

প্রধানমন্ত্রী এদিন সেনাদের উদ্দেশে বলেন, আত্মনির্ভর ভারতকে আরও শক্তিশালী করেছে সেনা। বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে এগিয়ে এসেছে বহু বেসরকারি সংস্থা। উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে তৈরি হচ্ছে ডিফেন্স করিডর। আমরা দেশেই এখন তেজস, অর্জুন ট্যাঙ্ক তৈরি করছি। সেনায় মহিলাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়েছে।

মোদিএদিন সকলের উদ্দেশে প্রাণ খুলে দীপাবলি উৎসব পালন করার আহ্বান জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নৌসেরাতে আসেন। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী শীর্ষ সেনা কর্মকর্তা ও অন্যান্য জওয়ানদের সঙ্গে দেখা করেন। এদিন তিনি সেনাদের সঙ্গে সেনাদের সঙ্গে সীমানা এলাকা পরিদর্শন করবেন।

তবে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন নয়। ২০১৪ সালে ক্ষমতা আসার পর থেকেই দীপাবলিতে সেনাদের মনোবল বাড়াতে জম্মু-কাশ্মীরে পৌঁছে যান প্রধানমন্ত্রী।

এর আগে তিনি উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচলপ্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীরে একাধিকবার সেনাদের সঙ্গে মিলিত হয়েছেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালেও প্রধানমন্ত্রী রাজৌরিতে দীপাবলি সেনাদের সঙ্গে পালন করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?