অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টের ৬ ও ৯ তারিখে যথাক্রমে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। বিশ্বে সেই প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই গণবিধ্বংসী মারণাস্ত্র। মারা গিয়েছিল হাজার হাজার মানুষ। পারমাণবিক এই বোমা হামলার ঘটনার আলোকে ‘ওপেনহেইমার’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করতে চলেছেন ক্রিস্টোফার নোলান।
এতে অভিনয় করবেন ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র। হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সালের ব্যানারে আসছে এই ছবি।
ম্যাট ডেমন ও রবার্ট ডাউনি জুনিয়র কে কোন চরিত্রে অভিনয় করবেন, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তারকাবহুল এই ছবিতে আরও থাকছেন, সিলিয়ান মারফি ও এমিলি ব্লান্ট।
পুলিৎজার জয়ী ‘আমেরিকান প্রমেথিউস: দ্য ট্রায়াফ এবং ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহেইমার’ বই অবলম্বনে তৈরি করা হচ্ছে সিনেমাটির চিত্রনাট্য। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথম দিকেই এর শুটিং শুরু হবে। মুক্তির জন্য প্রাথমিকভাবে ধার্য করা হয়েছে ২০২৩ সালের ২১ জুলাই তারিখটি।