অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর।। আর হয়তো কয়েক ঘণ্টা পর জাভিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বার্সেলোনা। কাতার থেকে দ্রুত কাতালোনিয়ায় ফিরছেন ক্যাম্প ন্যুর সাবেক মিডফিল্ডার। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
এক সপ্তাহ আগে কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে বার্সা।
এরপর দ্রুত আনসু ফাতি-মেমফিস ডিপাইদের দায়িত্ব তুলে দেওয়ার জন্য কাতালান জায়ান্টরা দ্বারস্থ হয় জাভির।
প্রথমে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে ব্যক্তিগতভাবে কথা বলেন জাভির সঙ্গে। ৪১ বছর বয়সী কোচকে প্রস্তাব দেন ক্যাম্প ন্যুয়ে ফেরার। জাভিও আগ্রহ দেখান তাতে। উভয় পক্ষ ইতিবাচক থাকায় পরবর্তী ধাপ হিসেবে শুরু হয় আনুষ্ঠানিক প্রক্রিয়া।
বুধবার, বার্সার এক প্রতিনিধি দল কাতারে গেছেন। প্রথমে তারা জাভির এজেন্টের সঙ্গে প্রাথমিক কথা বলেন। তাতেও ইতিবাচক সাড়া মেলেছে। ইতোমধ্যে চুক্তির রূপরেখাও তৈরি হয়ে গেছে জানিয়েছে মার্কা।
তবে এখনো আরেকটি কঠিন পথ পাড়ি দেওয়া পাড়ি। দুই পক্ষ এখনো আল-সাদকে রাজি করাতে পারেনি। কাতারিয়ান ক্লাবটিও এক প্রকাশ্য বক্তব্যে জানিয়েছে, প্রধান কোচ জাভিকে তারা রেখে দিতে চায়। তবে সাবেক বার্সা মিডফিল্ডার আশাবাদী, স্প্যানিশ ফুটবলে ফেরার ব্যাপারে।
এদিকে মার্কা জানিয়েছে, আল-সাদের কঠিন অবস্থান সত্ত্বেও ভিন্ন বার্তা পেয়েছে বার্সা-জাভি। দোহারে ডিনার শেষে চূড়ান্ত আলোচনা হবে দুই পক্ষের।