স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ নভেম্বর।। সংস্কৃতি দ্বারাই আমরা একই সূত্রে গ্রথিত। ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আধুনিক ভারতের সাথে আমাদের গৌরবময় সংস্কৃতিকে প্রত্যহিক জীবন ও সমাজ ব্যবস্থায় সম্পৃক্তকরণ সম্ভবপর হয়েছে। কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে বলেন,
আজ কেদারনাথ থেকে জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্বোধন দ্বারা সমৃদ্ধ হওয়ার সুযোগ গ্রহণ করলাম। মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির উৎসব প্রাঙ্গনে সাধু ও সন্তদের সম্মাননা জ্ঞাপন করলাম।
তিনি আরও বলেছেন, মাতৃতান্ত্রিক এই ভূমিতে আমাদের কৃষ্টি সংস্কৃতির নিষ্ঠাপূর্বক প্রতিপালনের মাধ্যমে সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতির ইতি টেনে মহিলা নিপীড়ন হ্রাস দ্বারা মহিলাদের সম্মানজনক প্রাপ্তি সম্ভব হয়েছে।