অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর।। অভিনেত্রী তাপসী পান্নুর ৮ বছরের বলিউডে ক্যারিয়ারে তার সঙ্গে জনপ্রিয় কোনো অভিনেতাকে দেখা যায়নি। কিন্তু কেন দেখা যায়নি এর উত্তরে তাপসী বলেন, প্রথম শ্রেণির অভিনেতারা তার সঙ্গে অভিনয় করতে ভয় পান। সম্প্রতি ভানী ত্রিপাঠিকে দেয়া এক সাক্ষাৎকারে তাপসী এমন কথা বলেন।
তাপসী বলেন, ‘এক অভিনেতা এই বলে আমার সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে পিছিয়ে যান, একজন তাপসীকে সামলানো অসম্ভব হয়ে ওঠে, আর ছবিতে দুটো তাপসী সামলাতে হবে! আরও এক অভিনেতা, তার সঙ্গে আমি আগেও অভিনয় করেছি, তিনি ছবি ফিরিয়ে দেন এই বলে যে, ছবির শেষে দর্শকের সমবেদনা মেয়েটাই পাবে।’
তিনি আরও বলেন, ‘তাকে আমি সরাসরি বলেছিলাম, তার মাপের অভিনেতার থেকে আরও খানিকটা কনফিডেন্স ও সেন্স অফ সিকিউরিটি এক্সপেক্ট করেছিলাম। আমার থেকে আরও বেশি ছবিতে অভিনয় করা এবং অত বড় স্টারের এমন আচরণ মেনে নেওয়া যায় না। ’
তাপসী বলেন, ‘প্রতিবারই প্রযোজকদের সঙ্গে বসি সেরা ৫ অভিনেতার নাম নিয়ে কিংবা এমন অভিনেতা যারা দু-একটা ছবিতে অভিনয় করেছেন, তারাও আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক হন না। আসলে এটা একটা সিস্টেম। ’
সদ্য মুক্তি পেয়েছে তাপসীর নতুন সিনেমা আকাশ খুড়ানা পরিচালিত ‘রেশমি রকেট’। এখন তিনি ব্যস্ত আছেন, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথিলা রাজের বায়োপিকের অভিনয় নিয়ে। এ ছাড়া প্রতীক গান্ধীর ‘হু ল্যাটকি হাই কাহান’ সিনেমায়ও অভিনয় করছেন তিনি।
গত মাসে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের পর তাপসী পান্নু বলেছেন, ‘পাবলিক ফিগার হলে এই সবই জীবনের অঙ্গ হয়ে যায়। আর এই বাগেজ শুধু যিনি পাবলিক ফিগার তিনি নন, তার গোটা পরিবারকে ক্যারি করতে হয়।
সে তাদের ভালো লাগুক বা না লাগুক। স্টার স্ট্যাটাস এনজয় করার পজিটিভ দিক যেমন আছে, তেমনই একাধিক নেগেটিভ দিকও রয়েছে।’