স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২ নভেম্বর।। শিশুদের সুরক্ষার স্বার্থে মঙ্গলবার সকাল ১১টায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউসে এক জয়েন্ট অ্যাকশন ওয়ার্কশপের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে মূলত শিশুদের ড্রাগ এবং হিউম্যান ট্র্যাফিকিং এর উপর বিশদভাবে আলোকপাত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা৷
অনুষ্ঠানে বক্তারা বলেন এই বিষয়ে শিশু সুরক্ষা কমিশন, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর, শ্রম দপ্তর, প্রশাসনিক পুলিশ কর্তাদের সাথে নিয়ে এক যুগে সকলে মিলে কাজ করতে হবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলীমা ঘোষ সহ কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী৷
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, দক্ষিণ ত্রিপুরা জেলার সহ সভাপতি বিভীষণ দাস, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, চিফ মেডিক্যাল অফিসার ডা. জগদীশ নম সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা৷ এই অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুরক্ষার স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই সামাজিক অবক্ষয় থেকে শিশুদের কি করে রক্ষা করা যাবে তা নিয়ে বিশদ আলোচনা করেন৷
পাশাপাশি বক্তারা বলেন, এ বিষয়ে সুকল শিক্ষকরা এবং অভিভাবকদের আরও বেশি করে সজাগ থেকে শিশুদের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে৷ নাহলে পরে এই সামাজিক অবক্ষয় দিনদিন বৃদ্ধি পাবে এবং দেশের যুব সম্পদ ধবংসে পরিণত হবে৷