স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২ নভেম্বর।। অদম্য ইচ্ছা ও প্রচেষ্টার জোরে এমসিল দিয়ে অবিকল ত্রিপুরেশ্বরী মায়ের অবয়ব মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলো বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশের ছাত্র৷ নাম চয়ন পোদ্দার৷ বাড়ি বিলোনিয়া আর্যকলোনির শ্রমিক টিলা এলাকায়৷
শুধুমাত্র এমসিল দিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি নয়, কাগজ দিয়ে লক্ষ্মীর মূর্তি তৈরি করার পাশাপাশি সাবানের উপর গোলাপ ফুলও তৈরি করে ফেলেছে চয়ন৷
আঠারো বছরের যুবক চয়ন, বিভিন্ন কিছু দিয়ে শিল্প শৈলী তৈরিতে কারোর কাছ থেকে তালিম না নিলেও নিজের অদম্য ইচ্ছা শক্তিতে বিভিন্ন কিছু দিয়ে বানিয়ে ফেলছে দেবদেবীর মূর্তি সহ অন্যান্য কিছু৷
কখনো এমসিল, কখনো কাগজ, কখনো সাবান, এছাড়া আর্ট পেপারের উপর চিত্র পটে তুলে ধরার চেষ্টা করছে বিভিন্ন দেবদেবী, মহাপুরুষ ও প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যাবলী৷ ছোট বেলা থেকেই চয়নের ইচ্ছা ছিল, বিভিন্ন সামগ্রী দিয়ে চিত্র শৈলী তৈরি করা৷ অবশ্য এব্যাপারে মা-বাবারও কোন বাধা ছিল না৷
এমসিল ও রঙ তুলি দিয়ে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি গড়ার খবর পাওয়ার পর কয়েকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা চয়ন পোদ্দারের বাড়িতে যাওয়ার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে জানায়, এমসিল দিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি তৈরি করতে তিন দিন সময় লেগেছে৷ বর্তমানে সে আর্ট শিখছে৷
সপ্তম সেমিস্টার চলছে৷ চয়নের ইচ্ছা বিভিন্ন কিছু দিয়ে চিত্র শৈলী তৈরি করা৷ ভবিষ্যতে আরও অন্যান্য কিছু দিয়ে বিভিন্ন কিছু বানানোর প্রচেষ্টা আছে বলে জানায় চয়ন৷